প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সরকারি স্কুলের শিশুরা ঝরে পড়ছে অনেকগুলো কারণে। এর প্রধান কারণ হচ্ছে কোভিডের সময় সরকারি স্কুলগুলো বন্ধ থাকলেও অন্যান্য স্কুলগুলো খোলা ছিল।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১১ টায় টাঙ্গাইলের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপদেষ্টা।
ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, এছাড়া অনেকগুলো জায়গা রয়েছে। যারা সরকারি চাকুরি করেন, তাদের ছেলে মেয়েদের স্কুলে নিয়ে আসার যে সময়টা প্রাইমারি স্কুলের সময়ের সাথে মেলে না। এর ফলে তারা অন্য প্রতিষ্ঠানে দিয়ে দেন, যেখানে বাচ্চাদের রাখার সুযোগ রয়ে গেছে। এছাড়াও কোন কোন সরকারি স্কুল রয়েছে, সেগুলো নিয়মিত না চলায়, ফলে শিক্ষার্থীরা ঝড়ে পড়ছে।
তিনি আরও বলেন, বেসরকারি প্রতিষ্ঠানগুলো বাড়ি বাড়ি গিয়ে ছাত্র সংগ্রহ করে। সরকারি প্রতিষ্ঠানে এমন মেকানিজম ডেভলপ করতে পারেনি।
এসময় টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।