ঢাকা সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

প্রেস ক্লাবের সামনে ব্যাটারিচালিত রিকশাচালকরা, যান চলাচল বন্ধ

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৯, ২৪ নভেম্বর ২০২৪

আপডেট: ১৩:০১, ২৪ নভেম্বর ২০২৪

সর্বশেষ

প্রেস ক্লাবের সামনে ব্যাটারিচালিত রিকশাচালকরা, যান চলাচল বন্ধ

হাইকোর্টের আদেশ প্রত্যাহারসহ ১১ দফা দাবি আদায়ে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় জড়ো হয়েছেন রাজধানীর ব্যাটারিচালিত রিকশাচালকরা। ব্যাটারিচালিত রিকশা চলাচলের দাবি জানিয়ে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয়েছেন।

এর ফলে পল্টন, জাতীয় প্রেস ক্লাব ও হাইকোর্ট এলাকায় যানচলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন ওই রুটে চলাচল করা মানুষজন।

রোববার(২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অটোরিকশা, ভ্যান নিয়ে হাজির হতে থাকেন আন্দোলনকারীরা। অটোরিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের ব্যানারে তারা সেখানে গেছেন বলে জানা গেছে।

এ সময় প্রেস ক্লাবের সামনে আন্দোলনে আসা চালকরা জানান, তারা কামরাঙ্গীরচর, হাজারীবাগ ও সেকশন এলাকা থেকে এসেছেন। টিটাগাং রোড এলাকা থেকেও আরও রিকশাচালক অবরোধে যোগ দিতে আসছেন।

সরেজমিনে দেখা যায়, প্রেস ক্লাবের সামনে একটি পিকাপ ভ্যানে করে লাল ব্যানার নিয়ে ব্যাটারিচালিত অটোচালকরা স্লোগান দিতে দিতে জড়ো হতে থাকেন।

মিছিলটি দোয়েল চত্বর, হাইকোর্ট মাজার মোড় ও কদম ফোয়ারা হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে আসে। এ সময় তারা ‘ব্যাটারিচালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করতে হবে’ এমন স্লোগান দিতে থাকেন। অন্যপাশে দেখা যায়, মঞ্চে ইউনিয়নের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখছেন।

হাইকোর্টের আদেশ প্রত্যাহারসহ ১১ দফা দাবিতে এ সমাবেশের আয়োজন করেছে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন।
 

জনপ্রিয়