ঢাকা সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

অটোরিকশা নিয়ে সন্তোষজনক সমাধান হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৭, ২৪ নভেম্বর ২০২৪

সর্বশেষ

অটোরিকশা নিয়ে সন্তোষজনক সমাধান হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছে, ব্যাটারিচালিত রিকশা নিয়ে চলমান সংকটের সন্তোষজনক সমাধান হবে। তিনি জানান, তাঁদের দাবি পর্যালোচনা করা হচ্ছে।

আজ রোববার আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। 

এদিকে, ব্যাটারিচালিত রিকশা চলাচলের দাবিতে আজও রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেছেন চালকেরা। এতে রাজধানীর বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধসহ তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। রোববার সকালে রাজধানী প্রেসক্লাবের সামনে তোপখানা ও পল্টন সড়ক, মোহাম্মদপুর বেড়িবাঁধ, খিলগাঁও এবং যাত্রাবাড়ী এলাকায় সড়ক অবরোধ করেন ব্যাটারিচালিত রিকশাচালকেরা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অটোরিকশা বন্ধে উচ্চ আদালতের নির্দেশনার অপেক্ষায় আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই নির্দেশনা পেলে মন্ত্রণালয় বাস্তবায়ন করবে। এই সমস্যার সন্তোষজনক সমাধান হবে। এর আগে আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচির আহ্বান জানাচ্ছি।’ এই উপদেষ্টা বলেন, ব্যাটারিচালিত রিকশাচালকদের দাবি পর্যালোচনা করা হবে।

জাহাঙ্গীর আলম বলেন, ‘ভুয়া ও মিথ্যা মামলা যেন না হয়, সে বিষয়ে পদক্ষেপ নেয়া হচ্ছে। এক্ষেত্রে কেউ যেন হয়রানির শিকার না হয় এ জন্য জেলা পর্যায়ে ডিসি ও এসপিদের নিয়ে কমিটি করা হচ্ছে।’

রাজধানীর ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়ে কমিউনিটি পুলিশি তৈরী করা হবে বলেও জানান এই উপদেষ্টা।

জনপ্রিয়