ঢাকা সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

নির্বাচন ব্যবস্থা সংস্কারে ৩ প্রস্তাব ইলিয়াস কাঞ্চনের

জাতীয়

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭:১৮, ২৪ নভেম্বর ২০২৪

আপডেট: ১৮:২৩, ২৪ নভেম্বর ২০২৪

সর্বশেষ

নির্বাচন ব্যবস্থা সংস্কারে ৩ প্রস্তাব ইলিয়াস কাঞ্চনের

নির্বাচন ব্যবস্থায় ‘না’ ভোট রাখাসহ তিনটি প্রস্তাব দিয়েছেন নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

রোববার (২৪ নভেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন আয়োজিত এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।

ইলিয়াস কাঞ্চন বলেন, প্রার্থীদের মধ্যে কাউকে পছন্দ না হলে যেন ‘না’ ভোট দেওয়া যায়। নির্বাচনে কারো প্রতি অন্যায় হলে তিনি মামলা করেন। সেই মামলা নিষ্পত্তি হতে হতে টার্ম (নির্বাচিত পরিষদের মেয়াদ) চলে যায়। তখন ওই লোক বিচার পান না। তাই নির্বাচন কমিশনের মধ্যে একটা বিচারের ব্যবস্থা রাখা যেতে পারে। যাতে নির্বাচন কমিশনই দ্রুততার সঙ্গে সেটার বিচার করতে পারে এবং ওই লোক বঞ্চিত না হয়। ভুক্তভোগী তার অধিকার ফিরে পেতে পারে।

বিগত সরকারের সময় নির্বাচন কমিশন ইলেকট্রনিক ভোটিং মেশিনসহ (ইভিএম) নানা কিছু কিনে অনেক টাকা তছরুপ করেছে অভিযোগ করে তিনি বলেন, যার কারণে সাধারণ মানুষের নির্বাচন কমিশনের প্রতি আস্থা থাকে না। স্বচ্ছতা কীভাবে নির্বাচন কমিশনের মধ্যে আনা যেতে পারে, সেটার ব্যবস্থা করেন। না হলে জনগণের আস্থা ফেরত আসবে না। না হলে মনে করবে এরাও আগের মতোই।

এ সময় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার, সদস্য মো. আব্দুল আলীম, জেসমিন টুলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

 

জনপ্রিয়