কোটা সংস্কার আন্দোলনের ঘটনায় দায়ের করা দুটি হত্যা মামলায় সাবেক নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান ও মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ড. আবদুস সোবহান মিয়া গোলাপকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (২৪ নভেম্বর) সকালে মাদারীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাজিদ উল হাসান চৌধুরী এই আদেশ দেন।
এর আগে বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাজধানী ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে মাদারীপুর কারাগারে হস্তান্তর করা হয় সাবেক দুই সংসদ সদস্যকে। পরে রোববার তোলা হয় মাদারীপুরের আদালতে।
আসামিপক্ষের আইনজীবী ও মাদারীপুর আইনজীবী সমিতির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন আরমিন বলেন, দুটি হত্যা মামলা সাবেক দুই সংসদ সদস্যকে আসামি করা হলেও তারা কেউই ঘটনার সঙ্গে জড়িত নন। রাজনৈতিক ফায়দার উদ্দেশে এই মামলা দায়ের করা হয়েছে। আদালতে শুনানি শেষে সাবেক দুই সংসদ সদস্য শাজাহান খান ও আব্দুস সোবহান মিয়া গোলাপকে কারাগারে পাঠিয়েছেন। মামলার নথি ও আদেশের কপি সংগ্রহ করে জেলা জজ আদালতে জামিন চাওয়া হবে।
জানা যায়, গত ১৯ জুলাই বিকেলে কোটা সংস্কার আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে সদর উপজেলার মোস্তফাপুর গোলচত্ত্বর থেকে নতুন বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। খাগদী বাসস্ট্যান্ডের দিকে এলে আন্দোলনকারীদের লক্ষ্য করে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। আন্দোলনকারীদের ঠেকাতে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলিও ছোঁড়া হয়। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হন তাওহীদ সন্ন্যামাত ও রোমান বেপারী নামে দুজন। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।