ঢাকা সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

অটোরিকশাকে আইনী কাঠামোতে আনা নিয়ে কাজ চলছে: অ্যাটর্নি জেনারেল

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৫, ২৫ নভেম্বর ২০২৪

আপডেট: ১৬:৪৯, ২৫ নভেম্বর ২০২৪

সর্বশেষ

অটোরিকশাকে আইনী কাঠামোতে আনা নিয়ে কাজ চলছে: অ্যাটর্নি জেনারেল

আপাতত ঢাকা শহরে এক মাসের জন্য ব্যাটারিচালিত অটোরিকশা চলতে বাধা নেই। সোমবার (২৫ নভেম্বর) বিকেলে চেম্বার বিচারপতি মো. রেজাউল হক অটোরিকশা তিনদিনের মধ্যে বন্ধে হাইকোর্টের যে আদেশ তার ওপর স্থিতাবস্থা জারি করেছেন। এসময় মহানগরীতে যত্রতত্র অটোরিক্সা চলার সমালোচনা করেন আদালত।  

আরো পড়ুন: ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে বাধা নেই

অ্যাটর্নি জেনারেল  মো. আসাদুজ্জামান বলেন, এক মাসের মধ্যে আইনী কাঠামোতে অটোরিকশাকে আনা যায় কিনা তা নিয়ে কাজ চলছে। এসময় হাইকোর্টকে এক মাসের মধ্যে রুল নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়। 

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে ১৯ নভেম্বর হাইকোর্ট রুলসহ আদেশ দেন। আদেশে ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে নির্দেশ দেয়া হয়।

স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার জেলা প্রশাসক, দুই সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ বিবাদীদের প্রতি এ নির্দেশ দেয়া হয়।

এই আদেশ স্থগিত চেয়ে সরকারপক্ষ রোববার আপিল বিভাগে আবেদনটি করে।  রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী এইচ এম সানজীদ সিদ্দিকী। সাধারণ নাগরিকের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। 

জনপ্রিয়