ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ , ১২ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

আইনজীবী হ*ত্যার বিচারের দাবিতে বরিশালে বিক্ষো*ভ 

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৭, ২৭ নভেম্বর ২০২৪

আপডেট: ১৮:১৩, ২৭ নভেম্বর ২০২৪

সর্বশেষ

আইনজীবী হ*ত্যার বিচারের দাবিতে বরিশালে বিক্ষো*ভ 

ইসকন নিষিদ্ধ করা ও চট্রগ্রামে আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকারীদের বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। 

বুধবার (২৭ নভেম্বর) দুপুর দেড়টায় বরিশাল আদালত প্রাঙ্গণে সমাবেশ করে তারা। পরে আদালত প্রঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরীর কাকলীর মোড় এলাকায় গিয়ে সমাবেশ করে। 

এসময় বক্তারা বলেন, ইসকনের সঙ্গে স্বৈরাচারী সরকারের দোষররা মিলে দেশে অরাজগতা সৃষ্টি করছে। চট্রগ্রামে যে আইজীবী সাইফুল ইসলামকে হত্যা করা হয়েছে তার দ্রুত বিচার দাবি করেন বক্তারা।

প্রসঙ্গত, গত সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন মঙ্গলবার তাকে চট্টগ্রামের আদালতে তোলা হয়। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতে পাঠানোর পথে তাকে বহনকারী প্রিজন ভ্যান আটকে দেয় তার অনুসারীরা। তাদের সরিয়ে দিয়ে চিন্ময় কৃষ্ণকে কারাগারে নেয়ার পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্রের অনুসারীদের হামলায় নিহত হন সাইফুল ইসলাম আলিফ।

নিহত আইনজীবী সাইফুল ইসলাম ওরফে আলিফ (৩৫) সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) ছিলেন। আলিফ লোহাগাড়ার চুনতি এলাকার জামাল উদ্দিনের ছেলে। ২০১৮ সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন সাইফুল। পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন পান।


 

জনপ্রিয়