ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১২ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ডিম ছোড়ার ঘটনায় প্রধান বিচারপতির উদ্বেগ

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৬, ২৮ নভেম্বর ২০২৪

আপডেট: ১৬:২১, ২৮ নভেম্বর ২০২৪

সর্বশেষ

ডিম ছোড়ার ঘটনায় প্রধান বিচারপতির উদ্বেগ

সুপ্রিম কোর্টে নজিরবিহীন ঘটনা ও জেলা আদালতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। ।

একই সঙ্গে দেশের সব আদালত ও ট্রাইব্যুনালকে তাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে দেশের বৃহত্তর স্বার্থে জনগণকে বিচারসেবা দেয়ার ধারা অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছেন তিনি। 

বৃহস্পতিবার দৈনিক আমাদের বার্তাকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। 

জানা গেছে, বুধবার (২৭ নভেম্বর) ২০১৬ খ্রিষ্টাব্দে সংবিধানের ষোড়শ সংশোধনী মামলার রায়ে সাবেক রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে মন্তব্যের জেরে হাইকোর্টের একটি বেঞ্চে হট্টগোল ও এক পর্যায়ে সংশ্লিষ্ট বিচারপতিকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারার ঘটনা ঘটেছে। এরপর বিচারপতি এজলাস থেকে নেমে যান।

বুধবার দুপুর আড়াইটার দিকে বিচারকাজ চলা অবস্থায় বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের হাইকোর্ট বেঞ্চে এ ঘটনা ঘটে।

সুপ্রিম কোর্ট প্রশাসনের বিজ্ঞপিতে বলা হয়, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশের সুপ্রিম কোর্ট প্রাঙ্গণসহ দেশের জেলা আদালতগুলোতে সাম্প্রতিক সময়ে যে সব অনাকাঙ্ক্ষিত পরিস্থতির সৃষ্টি হয়েছে- সে বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। দেশের আদালতগুলো যাতে বিচারপ্রার্থীদেরকে নির্বিঘ্নে বিচারসেবা দিতে পারেন সে জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট সামগ্রিক বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি আশ্বস্ত যে, সমস্ত প্রতিকূলতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিত সত্ত্বেও দেশের আদালতে বিচারসেবা অব্যাহত রয়েছে।

প্রধান বিচারপতি দেশের আদালতগুলোতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি রোধ করতে ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন এবং দেশের সব আদালত ও ট্রাইব্যুনালকে তাদের স্বাভাবিক কার্যক্রম বজায় রেখে দেশের বৃহত্তর স্বার্থে বিচারপ্রার্থী জনগণকে বিচারসেবা দেয়ার ধারা অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছেন।

জনপ্রিয়