৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর থেকেই বিভ্রান্তিমূলক এবং ভিত্তিহীন অভিযোগ তুলে ইসকনকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা। এ সময় আইনজীবী হত্যার ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিও করেন তারা।
চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে আইনজীবী হত্যা এবং সাম্প্রতিক ইসকনকে নিয়ে দেশজুড়ে চলমান বিতর্কের মুখে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে সাংবাদিকদের মুখোমুখি হয় ইসকন। রাজধানীর স্বামীবাগে আয়োজিত সংবাদ সম্মেলনে কার্যনির্বাহী কমিটির সদস্য শ্রী হৃষীকেশ গৌরাঙ্গ দাস এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা শিশুদের সঙ্গে ভালো আচরণ করি। সে হিসেবে শিশুদের সঙ্গে খারাপ আচরণ করার চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে তিন মাসের তদন্ত শেষে তাকে অব্যাহতি দেয়া হয়।’
তবে তাকে মন্দির ত্যাগের জন্য বলা হলে তিনি সাহায্য না করায় তাকে স্থায়ী বহিষ্কার করা হয় বলেও জানান শ্রী হৃষীকেশ গৌরাঙ্গ দাস।
মাতৃভূমিতে নৈরাজ্য সৃষ্টি করে এ ব্যাপারটি ইসকন বাংলাদেশ মেনে নেবে না বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। বলা হয়, বিভিন্ন ইস্যুতে ইসকনের সংশ্লিষ্টতা না থাকলেও অন্যায়ভাবে দায়ী করার অপচেষ্টা চলছে।