মালিক শ্রমিকের সম্পর্ক থাকবে ওয়ান টু ওয়ান উল্লেখ করে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেন বলেছেন, চেষ্টা করবো শিল্প কারখানায় একটি পরিবেশ তৈরি করতে। উদ্যোক্তাদের সাথে শ্রমিকের এবং সরকারকে সময় দিতে হবে। একটু ওয়েট করেন। রাতারাতি সব পরিবর্তন হয়ে যাবে না। আমাদের ঘাড়ে অনেক সমস্যা আছে।
রোববার (১ ডিসেম্বর) ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের এক অনুষ্ঠানে এসব কথা বলেন শ্রম উপদেষ্টা।
এম সাখাওয়াত হোসেন বলেন, সরকার বিজনেস করতে পারে না, বিজনেস করবে বিজনেসম্যান। আর বিজনেসম্যানদের সাথে সম্পর্ক থাকবে কর্মসংস্থানের।
এছাড়া মালিক শ্রমিকের সম্পর্ক নিয়ে উপদেষ্টা বলেন, মালিক শ্রমিকদের সম্পর্ক থাকবে ওয়ান টু ওয়ান।