জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ থেকে অবৈধভাবে প্রবেশকারীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়েনি। গত ছয় বছরের সরকারি তথ্যে এমন চিত্র দেখা গেছে। খবর দ্য হিন্দু
গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যায়। এর ২৭ নভেম্বর পর্যন্ত ১ হাজার ৩৯৩ জন বাংলাদেশিকে সীমান্ত থেকে গ্রেফতার করে ভারত। এছাড়া দ্য হিন্দুর প্রকাশিত তথ্যে বলা হয়েছে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি সীমান্ত এলাকা থেকে ১ হাজার ১৪৪ জনকে গ্রেপ্তার করা হয়।
সব মিলিয়ে চলতি বছর সীমান্ত এলাকা থেকে ৩ হাজার ৯০৭ জনকে আটক করা হয়। যার মধ্যে ভারতীয়সহ অন্যান্য দেশের নাগরিকরাও ছিল।
অন্যদিকে গত ১ জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশে অবৈধ প্রবেশের সময় পরিচয়বিহীন ৮৭৩ জন ভারতীয়কে আটক করে। এছাড়া ৫ আগস্ট থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ৩৮৮ জন ভারতীয়কে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় আটক করা হয়।
এছাড়া মিয়ানমারসহ অন্যান্য দেশের ১০৯ জনকে সীমান্ত এলাকা থেকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। ২০১৮, ২০১৯, ২০২০, ২০২১ ও ২০২২ খ্রিষ্টাব্দে সীমান্ত এলাকা থেকে ২৯৯৫, ২৪৮০, ৩২৯৫, ২৪৫১ এবং ৩০৭৪ জনকে আটক করে বিএসএফ।
গত সপ্তাহে বিতর্কিত হিন্দু পণ্ডিত চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর আরেকবার ভারতীয় মিডিয়ায় অসত্য বিভিন্ন তথ্য প্রকাশ করা হয়। তারা দাবি করছে বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নির্যাতিত হচ্ছে। যাদের অনেকে দেশ ছাড়ার চিন্তা করছেন। তবে এখন পর্যন্ত চিন্ময় ইস্যু নিয়ে এ ধরনের কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি বলে জানিয়েছে বিএসএফ।