ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪ , ১৭ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সাবেক সংসদ সদস্য সাফিয়া খাতুন কারাগারে

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩১, ২ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

সাবেক সংসদ সদস্য সাফিয়া খাতুন কারাগারে

রাজধানীর পল্লবী থানাধীন আকরাম হোসেন রাব্বি হত্যা মামলায় মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি সাফিয়া খাতুনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল ওয়াহাব এ আদেশ দেন।

সোমবার (২ ডিসেম্বর) পল্লবী থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা ও পুলিশের উপপরিদর্শক ওহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার পুলিশ পরিদর্শক আদিল হোসেন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৩০ নভেম্বর রাজধানী পল্লবী থানাধীন বালুঘাট এলাকায় মিছিলের প্রস্তুতির সময় সাফিয়া খাতুনকে পুলিশ গ্রেফতার করে।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর মিরপুর-১০ এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেন আকরাম খান রাব্বি। বিকাল ৫টার দিকে পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সম্মিলিত আক্রমণে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় গত ২৫ আগস্ট পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়। এ মামলায় সাফিয়া খাতুন সন্দিগ্ধ আসামি।

জনপ্রিয়