ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪ , ১৭ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

আরো এক মামলায় খালাস পেলেন তারেক রহমান

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫০, ২ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

আরো এক মামলায় খালাস পেলেন তারেক রহমান

গাজীপুরের জয়দেবপুর থানা-পুলিশের দায়ের করা একটি বিস্ফোরক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৬০ জনকে খালাস দিয়েছেন আদালত।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক আহমেদ শাহরিয়ার তারিক দীর্ঘ শুনানি শেষে এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করে আসামি পক্ষের আইনজীবী ড. মো. সহিদুজ্জামান জানান, গাজীপুরের জয়দেবপুর থানার ভোগড়া বাইপাস এলাকায় ২০১৫ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি মাসে একটি বাসে আগুন দেওয়া হয়। এতে ওই এলাকার মো. হোসেন আলীকে প্রধান আসামি করে ৪১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০ জনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলাটি করেন জয়দেবপুর থানা পুলিশ এসআই সৈয়দ আবুল হোসেন। পরে ওই মামলা থেকে আরেকটি হত্যা চেষ্টার মামলা হয়। পরে এ মামলায় তারেক রহমানের নাম যুক্ত করে মোট ৬০ জনের নামে আদালতে চার্জশিট দেয়া হয়। দীর্ঘ শুনানি শেষে মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত তাদের অব্যাহতি দিয়েছেন।

আদালতে শুনানিকালে রাষ্ট্রপক্ষের পিপি মোস্তফা কামাল, স্পেশাল পিপি আবু তাহের নয়ন, এডিশনাল পিপি এরশাদ হোসেন এবং আসামিপক্ষে পক্ষের আইনজীবী ড. মো. সহিদুজ্জামান, ছিদ্দিকুর রহমান, মো. সাইফুল ইসলাম মোল্লা, নাসির উদ্দিনসহ বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।

এ নিয়ে গাজীপুরের মোট চারটি মামলা থেকে বেকসুর খালাস পেলেন তারেক রহমান।

জনপ্রিয়