ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪ , ১৭ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

আগামী নির্বাচন অনেক কঠিন হবে: তারেক রহমান

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২৬, ২ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

আগামী নির্বাচন অনেক কঠিন হবে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আগামীর নির্বাচন সহজ হবে না। নেতাকর্মীদের এমন আচরণ করতে হবে যেন আগামী দিনে জনগণ বিএনপিকে ক্ষমতায় নিয়ে যায়।’

সোমবার (২ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহ নগরীর টাউনহলে ‘রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা ও জন সম্পৃক্তি’ বিষয়ে বিএনপির বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশে এ কথা বলেন তিনি। 

‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক ওই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটি। এতে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, যত দিন যাচ্ছে ততই পরিষ্কার হচ্ছে আগামী দিনে যে নির্বাচন আসছে, সেটি এত সহজ হবে না। হতে পারে সামনের নির্বাচনে আমাদের প্রতিপক্ষ অনেক দুর্বল। কিন্তু এরপরও এ নির্বাচন অনেক কঠিন হতে যাচ্ছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, প্রেক্ষাপট বদলেছে। মানুষ এখন অনেক সচেতন। বিএনপি যে ৩১ দফা উপস্থাপন করেছে সেগুলো সফল করতে হলে যেকোনো মূল্যে জনগণের সমর্থনকে আমাদের পক্ষে রাখতে হবে। এগুলো জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। নেতাকর্মীদের এমন আচরণ করতে হবে যেন জনগণ ক্ষমতায় নিয়ে যায়।

নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ভুল কিছু করলে আপনার এলাকার কেউ জানবে না, এটা ভুল ধারণা। মানুষ জেনে যায়। আমাদের যদি কেউ বিগত ৩-৪ মাসে কোনো ভুল করেও থাকি, আশপাশের নেতাকর্মীরা যদি কোনো ভুল করে থাকে, তাহলে একজন নেতা হিসেবে তাদের সঠিক পথে নিয়ে আসা আপনার দায়িত্ব। তাদের সচেতন করার পাশাপাশি সতর্ক করতে হবে।

তারেক রহমান বলেন, আজকে অনেকে সংস্কার নিয়ে কথা বলেন। ৬ মাস আগেও তারা সংস্কার নিয়ে কোনো কথা বলেনি। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২ বছর আগে সংস্কারের কথা বলেছে। তখন আমরা জানতামও না কখন স্বৈরাচারের পতন হবে।

জনপ্রিয়