ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ভারত বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব অটুট রেখে কাজ করে যাবে

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২১, ৩ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৭:২৩, ৩ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

ভারত বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব অটুট রেখে কাজ করে যাবে

যাই হোক না কেন, ভারত বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব অটুট রেখে কাজ করে যাবে বলে মন্তব্য করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবের জবাব দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

প্রণয় ভার্মা বলেন, যাই ঘটুক, ভারত বাংলাদেশের সাথে বন্ধুত্ব অটুট রেখে কাজ করে যাবে। ভারত দৃঢ়ভাবে বিশ্বাস করে দুই দেশের পারস্পরিক নির্ভরতার সম্পর্ক কখনো বাধাগ্রস্ত হবে না। যাই হোক না কেন, অন্তবর্তী সরকারের সাথে ভারত কাজ করতে ইচ্ছুক। আমরা বন্ধু হিসেবে থাকব।

ভারতীয় হাইকমিশনার আরো বলেন, অন্তর্বর্তী সরকারের সাথে আমরা কাজ করতে ইচ্ছুক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবো। বাংলাদেশের সাথে ইতিবাচক গঠনমূলক সম্পর্ক নির্মাণ করতে চায় ভারত। নিরাপত্তা অগ্রগতি ও উন্নয়নের জন‍্যে একসাথে কাজ করার আগ্রহ আছে।

ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা প্রতিবাদ জানাতে ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। বিকেল প্রায় চারটায় প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে ভারতের দিল্লিতে অবস্থান করছেন। 

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কে অবনতি শুরু হয়। সম্প্রতি সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের ঘটনার পর এ উত্তেজনার পারদ চরমে উঠেছে। ভারতে বেশ কয়েকটি সংগঠন বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ করেছে। 

এর মধ্যে গত সোমবার সোমবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালায় দেশটির একদল উচ্ছৃঙ্খল জনতা। এ সময় তারা বাংলাদেশের জাতীয় পতাকায় আগুনও দেয় বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। ভারত–বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে এমন ঘটনা আগে কখনো হয়নি।
 

জনপ্রিয়