পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ-ভারত সম্পর্কে আন্তরিকতা বাড়াতে যা করা দরকার আমরা তাই করব।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
এর আগে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ভারপ্রাপ্ত পররাস্ট্রসচিব এম রিয়াজ হামিদুল্লাহর দপ্তরে তাকে তলব করা হয়।
বিকেলে চারটায় সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। ঠিক ঐ সময়ই অফিস ছেড়ে যাচ্ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
এসময় সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, আজকে হাইকমিশনার কথা বলুক। ভিন্ন এক প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশ ভারত সম্পর্কে আন্তরিকতা বাড়াতে বাংলাদেশের যতটুকু যা করার আমরা তা করবো।