নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর। আমরাও কিছু সংস্কার প্রস্তাব দেব।
বুধবার (৪ ডিসেম্বর) নবগঠিত নির্বাচন কমিশনের সাথে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এই কথা জানান।
ইসির সঙ্গে আলোচনার বিষয়ে বদিউল আলম বলেন, ‘এমন কোনো বিষয় নেই যা কমিশনের সঙ্গে আলোচনা হয়নি। কমিশন সুষ্ঠু নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর। আমরাও সংস্কার প্রস্তাব দেবো তারা তা বাস্তবায়ন করবেন। একটা নির্বাচন কমিশন দিনকে রাত করা ছাড়া সবই করতে পারে। কমিশনের অগাধ ক্ষমতা রয়েছে।’
তিনি আরো বলেন, ‘নির্বাচন কমিশনের দায়িত্ব, ক্ষমতা, স্বাধীনতা, মনোনয়ন চূড়ান্তের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া, না ভোট, সীমানা নির্ধারণ, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ভোটার লিস্টসহ সব বিষয়ে কথা হয়েছে। আমাদের মধ্যে মত পার্থক্য দেখা যায়নি।’
সংস্কার কমিশনের হাতে একমাস সময় রয়েছে উল্লেখ করে বদিউল আলম বলেন, ‘এই সময়ের মধ্যে আমাদের সুপারিশ চূড়ান্ত করে সরকারের কাছে দিব। কমিশনও এখানে মত দিতে পারবে।
যারাই নির্বাচনী অপরাধ করেছে তাদের বিচারের বিষয়েও ইসির সঙ্গে কথা হয়েছে বলে জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান।
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল সানাউল্লাহ বলেছেন, ‘আমরা সবাই প্রেক্ষাপট জানি। এটাই আমাদের একমাত্র সভা নয়, আরও তথ্য আদান-প্রদান করবো। আমাদেরও কিছু বলা থাকলে বলবো।’
নির্বাচনের সময় নিয়ে আমরা আলোচনা হয়নি জানিয়ে সানাউল্লাহ আরও বলেন, ‘নির্বাচন কীভাবে সুষ্ঠু করা যায় সে বিষয়ে আলোচনা করেছি। আমাদের নির্বাচন ব্যবস্থার ওপর আস্থার ঘাটতি রযেছে, সেটি ফিরিয়ে আনতে হবে।’
নির্বাচনের রোডম্যাপের সঙ্গে সংস্কারের একটি বিষয় রযেছে। সেই কাজ শুরু হয়েছে বলেও জানান নির্বাচন কমিশনার।