প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতকে সংবেদনশীল রাজনীতি করার আহবান জানিয়েছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাজধানীর অফিসার্স ক্লাবে আনন্দ মেলা উদ্বোধন অনুষ্ঠানে সমাজকল্যাণ উপদেষ্টা এই আহ্বান জানান।
অনুষ্ঠানে উপদেষ্টা শারমীন এস মুরশিদ ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, নতুন বাংলাদেশ গড়ে তুলেতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
নারীদের উদ্যোগে প্রস্তুতকৃত পণ্যসামগ্রীর প্রচার ও বিপণনের মাধ্যমে তাদের আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়। মেলা চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত।