অন্তর্বর্তী সরকারের বস্ত্র ও পাট এবং নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভারতে চিকিৎসার জন্য না গেলেও সমস্যা নেই। দেশের চিকিৎসাব্যবস্থা ভালো।
আজ শুক্রবার দুপুরে বেনাপোল বন্দরে স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপদেষ্টা। বেলা সাড়ে ১২টার দিকে সড়ক পথে বেনাপোল স্থলবন্দরে পৌঁছান তিনি। এরপর তিনি বন্দরের প্যাসেঞ্জার টার্মিনাল, চেকপোস্ট, ইমিগ্রেশন ও কাস্টমস এলাকা পরিদর্শন করেন।
উপদেষ্টা সাখাওয়াত বলেন, ‘কোনো ইন্ধনে নয়, সম্প্রীতির বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। কিছু সময় বিভ্রান্তির সৃষ্টি হয়। সবার ঐক্যবদ্ধ থাকা দরকার।’
ভারত-বাংলাদেশের মধ্যে সৃষ্ট জটিলতার মধ্যে আমদানি-রপ্তানি এবং পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত নিয়ে খোঁজ নেন এই উপদেষ্টা। তিনি জানান, এসব খোঁজখবর নিতেই তিনি বেনাপোল এসেছেন।
উপদেষ্টা সাখাওয়াত বলেন, ‘কলকাতায় গিয়ে চিকিৎসা না করালেও দেশের মানুষের কোনো অসুবিধা হবে না। কারণ বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থা ভালো আছে।’
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক, বিজিবি কর্মকর্তা ও বেনাপোল কাস্টমসসহ প্রশাসনের কর্মকর্তারা।