প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, আমরা আইনি সহায়তা পরিসেবার প্রসার, সক্ষমতা বৃদ্ধি এবং আর্থসামাজিক বাধা অতিক্রম করার মাধ্যমে সবার জন্য ন্যায়বিচার নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ।
শনিবার (৭ ডিসেম্বর) ঢাকার একটি হোটেলে জুডিসিয়াল ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড এফিসিয়েন্সি ইন বাংলাদেশ শীর্ষক সেমিনারে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণসহ বিচারসেবা প্রদানে দক্ষতা বৃদ্ধিতে করণীয় সম্পর্কে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ইউএনডিপির যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে নিজের দায়িত্ব সম্পর্কেও কথা বলেন সৈয়দ রেফাত আহমেদ। তার ভাষ্য, প্রধান বিচারপতি হিসেবে তার দায়িত্ব কেবল নেতৃত্ব দেয়াই নয়; এটি জনগণের পক্ষ থেকে অর্পিত একটি পবিত্র বিশ্বাসও, যা ন্যায্যতা ও সাম্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।
প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর বিচার বিভাগ সংস্কারের লক্ষ্যে রোডম্যাপ ঘোষণা করেন সৈয়দ রেফাত আহমেদ। সেমিনারে কথা বলতে গিয়ে সেসব বিষয় তুলে ধরেন তিনি।
তার ঘোষিত রোডম্যাপের মধ্যে উল্লেখযোগ্য হল, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা প্রক্রিয়া; জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠন এবং পোস্টিং ও ট্রান্সফার গাইডলাইন তৈরি করা। এর বাইরে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের পুনর্বহাল প্রসঙ্গেও রোডম্যাপে কথা বলেছেন তিনি।
দেশের বিচার বিভাগের প্রযুক্তি ও পদ্ধতিগত সংস্কারের উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, “বিচারপ্রার্থীদের জন্য সুপ্রিম কোর্টের হেল্পলাইন চালু করা হয়েছে, যেন বিচারব্যবস্থা আরও স্বচ্ছ ও কার্যকর হয়।”
বিচার প্রক্রিয়ার বিলম্ব ও ফাইল জমে থাকার মত সমস্যা সমাধানে উদ্ভাবনী ও সুদূরপ্রসারী পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে বলে জানান তিনি।
বিচার বিভাগের সংস্কার কার্যক্রমে উন্নয়ন সহযোগীদের সমর্থনের আহ্বান জানান প্রধান বিচারপতি।
এ ক্ষেত্রে ইউএনডিপির সম্ভাব্য করণীয় সম্পর্কে তিনি বলেন, “সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তিগত উন্নয়ন এবং বিচার বিভাগের প্রয়োজন অনুযায়ী নীতিগত উন্নয়ন কার্যক্রমে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম, ইউএনডিপির বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
লিলার তার বক্তব্যে বিচার বিভাগের সংস্কারের রোডম্যাপকে একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে বর্ণনা করেন। সেই সঙ্গে তা বাস্তবায়নে ইউএনডিপি পাশে থাকবে বলে জানান তিনি।