প্রশাসনে এখনো শেখ হাসিনা ও আওয়ামী লীগের দোসররা অবস্থান করছে, কিন্তু এসব বিষয়ে কথা বললে উপদেষ্টারা বিরক্ত হন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শনিবার (৭ ডিসেম্বর) রাজধানীর বাসাবো এলাকায় আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এমন মন্তব্য করেন।
রিজভী বলেন, আমরা সরকারের উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যারা দেখছেন, তাদের যখন বলি হাসিনার দোসররা এখনো ভেতরে আছেন, তারা বিরক্ত হন। আমার প্রশ্ন, দোসররা আপনাদের সাহায্য করবে, এটা চিন্তা করেন কিভাবে?
তিনি এ সময় প্রশ্ন তোলেন, শেখ হাসিনা তার গদি রক্ষায় যে রক্ত ঝরালো, তার বিচার কিভাবে হবে? যারা গুম হলেন, আপনাদের সরকারের ৪ মাস হলেও তাদের কোনো খোঁজ পেলেন না? কারা তাদের গুম করেছে, তাদের দোসররা এখনো আপনাদের ভেতর আছে।
বাংলাদেশে ভারত তার অনুসারী আওয়ামী লীগ ও জাতীয় পার্টি দিয়ে আগ্রাসন চালিয়ে যেতে চায় উল্লেখ করে তিনি আরও বলেন, জি এম কাদের বলেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি মিলে নাকি দেশে ৫০ শতাংশ লোক। ভারতের ওই ল্যাবরেটরিতেই শেখ হাসিনার জন্ম, জিএম কাদেরের জন্ম, রওশন এরশাদের জন্ম। তারা ওখান থেকেই বিষাক্ত ছোবল দেবেন।
এ সময় বাজার সিন্ডিকেট ভাঙতে না পারায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন রিজভী। তিনি বলেন, ১৯০ টাকা কেজিতে সয়াবিন তেল কিনবে জনগণ, বাজারের মূল্য এত চড়া থাকবে কেন? উপদেষ্টারা বসে বসে দেখছেন, বুঝছেন না সিন্ডিকেট এখনও আওয়ামী লীগের-ই।
ভারতের পণ্য বর্জনের আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, আমরা যদি ভারতে চিকিৎসা করতে না যাই, আমরা যদি শপিং করতে না যাই, ভারতের সব বন্ধ বয়ে যাবে। আমরা ভারতীয় পণ্য বর্জন করব, বাংলার মায়েরা টাঙ্গাইলের শাড়ি পরবে।
যারা চট্টগ্রাম, ফেনী ও কুমিল্লা ছিনিয়ে নিতে চায়, তারা কখনো আমাদের বন্ধু রাষ্ট্র না বলেও মন্তব্য করেন বিএনপির এ সিনিয়র নেতা।