ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ , ১১ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

প্রধান উপদেষ্টা চান সার্কের কার্যক্রম শুরু হোক: পররাষ্ট্র উপদেষ্টা

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৮, ৮ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

প্রধান উপদেষ্টা চান সার্কের কার্যক্রম শুরু হোক: পররাষ্ট্র উপদেষ্টা

ভারত ও পাকিস্তানের কারণে আঞ্চলিক সহযোগিতা ছিল না। ফলে সার্কের শুরুতে সম্মেলন থাকলেও অগ্রগতি কম হয়েছে। এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। প্রধান উপদেষ্টা চান সার্কের কার্যক্রম শুরু হোক।

রোববার (৮ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে সার্ক জার্নালিস্ট ফোরাম আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তৌহিদ হোসেন।

সার্কের কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পজিটিভ জানিয়েছে তৌহিদ হোসেন বলেন, সঠিক পদক্ষেপ নিলে আমাদের এ অঞ্চলের দরিদ্রতা কাটিয়ে ওঠা সম্ভব। 

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ব্যবসায়িক ও অর্থনৈতিক স্বার্থে সার্কের কার্যক্রম শুরু করা দরকার। প্রতি বছর সামিট হওয়ার কথা ছিল।

তিনি বলেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের কারণে দুই দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ৫ আগস্টের পরে সম্পর্কের গুণগত পরিবর্তন হয়েছে। তবে সম্পর্ক কীভাবে এগিয়ে নেযা যায় তা নিয়ে কাজ করতে হবে।

তিনি আরো বলেন,‘আগামীকাল সোমবার (৯ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র সচিব আসছেন। তিনি আমাদের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবেন। আশা করছি ফলপ্রসূ আলোচনা হবে।
 
 

জনপ্রিয়