সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, সংবিধানে বিচার বিভাগের বিভিন্ন সংস্কারের বিষয়ে কমিশনের কাছে মতামত তুলে ধরেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। প্রধান বিচারপতি এরই মধ্যে ন্যায়বিচার নিশ্চিতে তার নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা জানায় সংস্কার কমিশনকে।
বুধবার (১১ডিসেম্বর) বিকেলে সুপ্রিম কোর্টে তার সঙ্গে মতবিনিময় সভা করেন সংবিধান সংস্কার কমিশনের সদস্যরা। এসময় বিচার বিভাগ সংস্কার নিয়ে মতামত তুলে ধরেন প্রধান বিচারপতি।
সভা শেষে অধ্যাপক আলী রীয়াজ বলেন, সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে সংবিধানের সংস্কার প্রস্তাব প্রস্তুত করা হচ্ছে। এজন্য সংবিধানে অন্তর্ভুক্ত বিচার বিভাগের বিভিন্ন সংস্কারের বিষয়ে এর আগে বিচার বিভাগ সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক করেছেন তারা। এর ধারাবাহিকতা প্রধান বিচারপতির সঙ্গে মতবিনিময় করেন।
আলী রীয়াজ জানান, এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি মানুষ যারা ওয়বে সাইট ও ই-মেইলের মাধ্যমে সংবিধান সংস্কারে তাদের মতামত দিয়েছেন। এরপরো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মাধ্যমে ৬৪ জেলায় জরিপ করা হয়েছে।
আলী রীয়াজ বলেন, জরিপের ফলাফল এখনো কমিশনের কাছে দেয়া হয়নি। এসময় রাজনৈতিক দলগুলো সংবিধান সংস্কারে বিভিন্ন প্রস্তাব দিয়ে সহযোগিতা করায় ধন্যবাদ জানান তিনি। বিবিএসের জরিপ নিয়ে গণমাধ্যমে অসম্পূর্ণ সংবাদ পরিবেশন করা হচ্ছে বলেও জানান তিনি।