ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ , ২৭ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বঙ্গভবনে বিজয় দিবসের অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৪, ১১ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

বঙ্গভবনে বিজয় দিবসের অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ

মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১১ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে রাষ্ট্রপতির পক্ষ থেকে এই দাওয়াতপত্র নিয়ে যান রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী। খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে দাওয়াতপত্র গ্রহণ করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

 বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার সময় সংবাদকে এই তথ্য নিশ্চিত করেছেন।
 
এর আগে সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের ২৬ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এক যুগ পর গত ২১ নভেম্বর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর দিবস অনুষ্ঠানে যোগ দেন খালেদা জিয়া।

সে সময় তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া তার সঙ্গে সাক্ষাৎ করেন তিন বাহিনীর কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও অন্তর্বর্তী সরকারের অন্য উপদেষ্টারাও।

জনপ্রিয়