ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

নির্ধারিত তারিখেই ইজতেমা করবে জুবায়েরপন্থিরা, সাদপন্থিদের প্রতিহতের ঘোষণা

জাতীয়

প্রকাশিত: ১৫:৫৮, ১৯ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৬:০১, ১৯ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

নির্ধারিত তারিখেই ইজতেমা করবে জুবায়েরপন্থিরা, সাদপন্থিদের প্রতিহতের ঘোষণা

সরকার নির্ধারিত তারিখে আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা করার ঘোষণা দিয়েছেন তাবলিগ জামাতের জুবায়েরপন্থিরা। সাদপন্থিরা ইজতেমা করতে চাইলে কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি করেন তারা।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর))সকালে রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জুবায়েরপন্থী তাবলীগ জামাতের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। 

হাবিবুল্লাহ বলেন, গতকালের সংঘর্ষে তিনজন সাথী মারা গেছেন। এ ঘটনায় হত্যা মামলা করা হবে।

হাবিবুল্লাহ রায়হান আরও বলেন, ‘মাওলানা সাদের অনুসারীরা প্রশাসনের আদেশ অমান্য করেছে। সাদপন্থীরা যদি ইজতেমা মাঠ দখলের চেষ্টা করে তাহলে সাধারণ মুসল্লীরা তাদের প্রতিহত করবে।’ এই বিভক্তি ইজতেমার সাধারণ মুসল্লীদের মধ্যে কোনো প্রভাব ফেলবে না বলেও জানান তিনি।

মাওলানা সাদ তাঁর মতবাদ থেকে ফিরে এসে ক্ষমা চাইলে এ সমস্যার সমাধান সম্ভব বলেও জানান হাবিবুল্লাহ রায়হান।

এরআগে ইজতেমার মাঠ দখল নিয়ে মঙ্গলবার রাতে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে সংঘর্ষে চারজন নিহত হন। পরে ওই এলাকার নিয়ন্ত্রণ নেয় আইনশৃঙ্খলা বাহিনী।

জানা গেছে, শুক্রবার থেকে ইজতেমা মাঠে পাঁচ দিনের জোড় পালন করতে চেয়েছিলেন মাওলানা সাদের অনুসারী মুসল্লিরা। কিন্তু জোবায়ের অনুসারীরা তাঁদের মাঠে জোড় পালন করতে দেবেন না বলে জানান। এ নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে সংঘর্ষ হয় দু পক্ষের।

জনপ্রিয়