কায়রোতে অনুষ্ঠিত ডি-৮ সম্মেলন থেকে গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর মানবতার বিপর্যয় নিয়ে ডি-এইট সম্মেলনের বিশেষ সেশনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এমন আহ্বান জানান।
এসময় তিনি বলেন, ভাষায়ই প্রকাশ করা যাচ্ছে না, গত ১৪ মাস ধরে ইসরায়েল ফিলিস্তিনের সাধারণ নাগরিকদের ওপর কী পরিমাণ গণহত্যা চালিয়েছে।
প্রসঙ্গত, ড. মুহাম্মদ ইউনূস ১৯ ডিসেম্বর অনুষ্ঠেয় ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে দু’দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার ১৮ ডিসেম্বর রাতে কায়রোর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।