ঢাকা সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ , ১৫ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সাবেক সচিব ইসমাইল হোসেন দুই দিনের রিমা*ন্ডে

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৯, ২১ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৬:০০, ২১ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

সাবেক সচিব ইসমাইল হোসেন দুই দিনের রিমা*ন্ডে

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার অবসরপ্রাপ্ত সচিব ইসমাইল হোসেনকে দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

শনিবার (২১ ডিসেম্বর)পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত  এ আদেশ দেন।

পুলিশ ও আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিমানবন্দর থানা-পুলিশ ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ইসমাইল হোসেনকে গ্রেফতার দেখিয়ে আজ দুপুরে সাত দিন রিমান্ডে নেয়ার আবেদন করে। আসামিপক্ষ থেকে রিমান্ডে নেয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত ইসমাইল হোসেনকে দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদ আহমেদ বলেন, যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন সাবেক সচিব ইসমাইল হোসেন। পরে তাঁকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর আজ তাঁকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন রিমান্ডে নেয়ার আবেদন করা হয়।

সচিব ইসমাইল হোসেন বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন) ১১তম ব্যাচের সদস্য। তিনি খাদ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

জনপ্রিয়