জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো মোখলেস উর রহমান বলেছেন, কয়েকটি মৌলিক বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে। চলতি সপ্তাহেই বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএএসএ) সঙ্গে বসবে কমিশন। এরপর কারো মধ্যে ভুল বুঝাবুঝির সুযোগ থাকবে না।
রোববার (২২ ডিসেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এর আগে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকে বসেন সিনিয়র সচিব ড. মো মোখলেস উর রহমান। তিনি বলেন, প্রশাসন ক্যাডার থেকে লিখিত পেলাম। এটা আমরা কমিশনে দেব।
তিনি আরো জানান, কমিশন এর আগে ২৩টা হয়েছে। এটা ২৪তম। এবার আরও ৬টা কমিশন হয়েছে।
সিনিয়র সচিব আরো জানান, এ সপ্তাহে একটি ওয়ার্কশপ বা সেমিনার করে বা ক্লোজ ডোর আলোচনা করে তারা মতামত দেবে। এটার পরে কারো মধ্যে ভুল বোঝাবুঝির সুযোগ থাকবে না।
উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের কোটা কমাতে জনপ্রশাসন সংস্কার কমিশনের নেয়া সিদ্ধান্তে সৃষ্ট সমস্যা সমাধানে আজ বেলা সাড়ে ১১টার দিকে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা সচিবালয়ের তিন নম্বর ভবনের সামনে জড়ো হন। পরে তাদের সঙ্গে বৈঠকে বসেন জনপ্রশাসন সচিব। বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।