ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

এনআইডির তথ্য বেহাত, কম্পিউটার কাউন্সিলের সঙ্গে ইসির চুক্তি বাতিল 

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১৬, ২২ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

এনআইডির তথ্য বেহাত, কম্পিউটার কাউন্সিলের সঙ্গে ইসির চুক্তি বাতিল 

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য যাচাই-বাছাই করার ক্ষেত্রে শর্তের লঙ্ঘন হয়েছে বলে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) ওপর অভিযোগ এনেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে সংস্থাটির সঙ্গে এনআইডি সেবা সংক্রান্ত চুক্তি বাতিলের পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে সব বকেয়া পরিশোধের অনুরোধ জানিয়েছে ইসি।

রোববার (২২ ডিসেম্বর) নির্বাচন কমিশনের আওতাধীন এনআইডি’র মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য জানান। তিনি বলেন, নির্বাচন কমিশন থেকে এনআইডি’র তথ্য-উপাত্ত যাচাই সেবা গ্রহণকারী সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের সংখ্যা মোট ১৮৩টি। যার মধ্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) অন্যতম। 

এ এস এম হুমায়ুন কবীর আরও বলেন, গত ২০২২ খ্রিষ্টাব্দের ৪ অক্টোবর নিবন্ধনের মাধ্যমে তথ্য-উপাত্ত যাচাই বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বিসিসি’র দ্বিপাক্ষিক চুক্তি হয়। চুক্তিপত্রের শর্তানুযায়ী দ্বিতীয় পক্ষ (বিসিসি) কমিশনের তথ্য-উপাত্ত কোনো অবস্থাতেই অন্য কোনো ব্যক্তি, সত্তা, পক্ষ বা প্রতিষ্ঠানকে হস্তান্তর, বিনিময়, বিক্রয় কিংবা অন্য কোনো পন্থায় প্রদান করতে পারবে না। কিন্তু বিসিসি তা লঙ্ঘন করেছে।

এনআইডি ডিজি বলেন, চলতি বছরের ৩ সেপ্টেম্বর বিসিসি’র কাছে ব্যাখ্যা চাওয়া হলে প্রতিষ্ঠানটি জবাব দেয়া থেকে বিরত থাকে। পরবর্তীতে গত ৬ অক্টোবর তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়। এতে যে জবাব দেওয়া হয় তা নির্বাচন কমিশনে সন্তোষজনক নয় মর্মে গণ্য হয়েছে। এছাড়া চুক্তি অনুযায়ী প্রযোজ্য ফি/চার্জসমূহ নির্ধারিত সময়ের মধ্যে বিসিসি থেকে পরিশোধ না করায় নির্বাচন কমিশনের কাছে চুক্তিটি বাতিলযোগ্য বলে বিবেচিত হয়েছে।

এর প্রেক্ষিতে তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নিবন্ধনের মাধ্যমে তথ্য-উপাত্ত যাচাই বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বিসিসি-এর ৪ অক্টোবর ২০২২ তারিখে সম্পাদিত চুক্তিটি ২০ ডিসেম্বর ২০২৪ তারিখে বাতিল করা হয়েছে। এ ছাড়া পত্র প্রেরণের ১৫ (পনের) দিনের মধ্যে সব বকেয়া ফি বা চার্জ পরিশোধপূর্বক চালানের কপি দাখিল করার জন্য বিসিসি-কে অনুরোধ করা হয়েছে।

জনপ্রিয়