ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

কারা নির্বাচনে আসবে তা দেখার এখতিয়ার নির্বাচন কমিশনের

জাতীয়

আমাদের বার্তা, চট্রগ্রাম

প্রকাশিত: ১৯:১৯, ২২ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

কারা নির্বাচনে আসবে তা দেখার এখতিয়ার নির্বাচন কমিশনের

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, ‘সবার আকুতি একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হোক, যার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা একটি ভিত্তির ওপর দাঁড়ায়। এটা জন-আকাঙ্ক্ষা, সেই সঙ্গে আমাদেরও আকাঙ্ক্ষা। আমাদের কাজ নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে প্রস্তাব দেয়া। কারা নির্বাচনে আসবে, না আসবে বা কারা যোগ্য, অযোগ্য এসব দেখার এখতিয়ার নির্বাচন কমিশনের, এসব আমাদের এখতিয়ারের বাইরে।’ 

রোববার (২২ ডিসেম্বর) চট্টগ্রামে নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি।

চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভায় বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি সংস্থা, এনজিও, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থী, ও সুশিল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনে প্রশাসনের কর্মকর্তারা আর আগের মতো ব্যবহার হতে চান না। তাদের মধ্যে সুষ্ঠু নির্বাচন নিয়ে বেশ আগ্রহ দেখা গেছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাবনা অন্তর্বর্তী সরকারের কাছে তুলে দেওয়া হবে। এক্ষেত্রে প্রস্তাবনায় কমিশনের ক্ষমতায়ন, প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, দলের মধ্যকার গণতন্ত্রের মতো বিষয়গুলো গুরুত্ব পাবে।

ইভিএমে নির্বাচন হবে কিনা তা নিয়ে জানতে চাইলে বদিউল আলম বলেন, ইভিএমে নির্বাচনের কোন প্রশ্নই আর আসেনা। নির্বাচন কমিশন পুরনো আইনে পরিচালিত হলেও প্রস্তাবনা কমিশনের সঙ্গে তা সাংঘর্ষিক নয়। এক্ষেত্রে যোগ্য ও সঠিক লোক দায়িত্বে থাকলে সুষ্ঠু নির্বাচনে কোনো বাধা নেই।

জনপ্রিয়