ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫ , ২৯ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

উপসচিব পদে প্রশাসন ক্যাডারের জন্য শতভাগ পদ রাখার দাবি

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪০, ২২ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

উপসচিব পদে প্রশাসন ক্যাডারের জন্য শতভাগ পদ রাখার দাবি

উপসচিব পদে প্রশাসন ক্যাডারের জন্য শতভাগ পদ রাখার দাবিতে জনপ্রশাসন সচিবের সাথে দেখা করেছেন সংশ্লিষ্ট ক্যাডারের কর্মকর্তারা। রোববার (২২ ডিসেম্বর) সকালে দলবেধে মন্ত্রণালয়ে অবস্থান নেন তারা।

এ সময় অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ড. আনোয়ারুল্লাহ জানান, সবাই জমায়েত হলেও এটি শোভন পর্যায়েই ছিল। প্রশাসন সংস্কার কমিশন তাদের জন্য মাত্র ৫০ শতাংশ পদ সংরক্ষণের যে প্রস্তাবনা দিতে যাচ্ছে তার বিরোধিতা করছেন তারা।

কোনো ক্যাডারকে ছোট করা হচ্ছে না দাবি করে কর্মকর্তারা বলেন, উপসচিব পদে ১শ’ শতাংশ সংরক্ষণ চান তারা। এজন্য বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে। এছাড়া শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডারভুক্ত না করে আগের মতোই আলাদা রাখার সুপারিশ করা হবে।

পরে জনপ্রশাসন সচিব জানান, সংস্কার এখনো চলমান আছে। যারা দাবি জানিয়েছেন তাদের নেতৃবৃন্দের সাথে এ সপ্তাহেই বসা হবে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন ও সুপারিশ জমা দেয়ার কথা রয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশনের। তার আগেই নিজেদের দাবি নিয়ে হাজির হলেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা।

জনপ্রিয়