ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

নতুন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫১, ২২ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২১:৫২, ২২ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

নতুন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের দায়িত্ব পেয়েছেন নাসিমুল গনি। তিনি এত দিন রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সিনিয়র সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন।

রোববার (২২ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এর মধ্য দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগের জন্য আর আলাদা সচিবের পদ থাকল না।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ইতিমধ্যে দুই বিভাগ এক হয়ে গেছে। অর্থাৎ এখন আগের মতো স্বরাষ্ট্রসচিবের পদ হলো।

বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় বঞ্চিত হিসেবে গত ১৭ অগাস্ট যে পাঁচ জনকে জ্যেষ্ঠ সচিব পদমর্যাদায় দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছিল নাসিমুল গনি তাদের একজন।

একই সময়ে স্বরাষ্ট্র সচিব হয়েছিলেন মোহাম্মদ আব্দুল মোমেন। সম্প্রতি তাকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান করা হয়েছে।

অতিরিক্ত সচিব হিসেবে অবসরে যাওয়া নাসিমুল গনি ছিলেন বিএনপি নেতা জমির উদ্দিন সরকারের পিএস। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।

অপরদিকে আব্দুল মোমেন ২০০১ খ্রিষ্টাব্দের বিএনপি-জামায়াত জোট সরকারের সময় কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, বিআরটিএর চেয়ারম্যান ও বিমানের এমডি ছিলেন। এর আগে নব্বইয়ের দশকে তিনি ছিলেন তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এপিএস।

২০০৯ খ্রিষ্টাব্দের অতিরিক্ত সচিব থাকা অবস্থায় তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওএসডি করা হয়। চার বছর পর ২০১৩ খ্রিষ্টাব্দে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল আওয়ামী লীগ সরকার।

জনপ্রিয়