ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

শিক্ষা সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জাতীয়

আমাদের বার্তা, চট্টগ্রাম

প্রকাশিত: ১৭:২১, ২৩ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৭:২৬, ২৩ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

শিক্ষা সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করলেন নৌপরিবহন উপদেষ্টা

চট্টগ্রামের বাংলাদেশ মেরিন একাডেমির সার্বিক উন্নয়নে মাস্টারপ্ল্যান গ্রহণের কথা জানিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত বাংলাদেশ মেরিন একাডেমির ৫৮তম ব্যাচ ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ পরিদর্শনের সময় এ কথা বলেন।

ড. সাখাওয়াত হোসেন বলেন, মেরিন একাডেমি অত্যন্ত মনোরম পরিবেশে স্থাপিত। এর সার্বিক উন্নয়নে মাস্টারপ্ল্যান হাতে নেওয়া হবে। একাডেমির পুরনো ভবনগুলোর সংস্কারসহ প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হবে। পরিকল্পনার শেষ পর্যায়ে একাডেমিকে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে।

আগামী দুই বছরের মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৬টি নতুন জাহাজ কিনবে বলে জানিয়েছেন নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। এসব জাহাজে নিয়োগের ক্ষেত্রে দেশের মেরিনারদের প্রাধান্য দেয়া হবে বলেও জানান তিনি।

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘মেরিন একাডেমির ৫৮তম ব্যাচের ২৩৮ জন ক্যাডেট সমুদ্রে পদার্পণ করতে যাচ্ছেন। এ ব্যাচের নটিক্যাল শাখায় ১১৮ জন ও ইঞ্জিনিয়ারিং শাখায় ১২০ জন মিলিয়ে ২৩৮ জন ক্যাডেট দুই বছর ধরে শিক্ষা ও প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তাঁরা প্রশিক্ষিত হয়ে দেশি-বিদেশি সমুদ্রগামী জাহাজে যোগদান করবেন। এসব ক্যাডেট বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি আমাদের অর্থনীতিতে অবদান রাখতে সক্ষম হবেন।’

অনুষ্ঠানে ৫৮তম ব্যাচ ক্যাডেটদের মধ্যে সর্বোচ্চ কৃতিত্বের জন্য মো. মিনহাজ সাদমানকে রাষ্ট্রপতির স্বর্ণপদকে ভূষিত করা হয়। পাশাপাশি এ বছর সমাপনী পরীক্ষায় সর্বোচ্চ নম্বরধারী নৌ শাখার মো. ইবনে ফয়সাল তানভীর মজুমদার ও প্রকৌশল শাখায় ইফাদ হাসান অনীককে নৌপরিবহন মন্ত্রণালয়ের রৌপ্যপদক দেয়া হয়।

মেরিন একাডেমি সূত্র জানায়, ১৯৬২ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠার পর গত ৬২ বছরে এই একাডেমি থেকে প্রায় ৫ হাজার ৬০০ জন ক্যাডেট প্রশিক্ষিত হয়েছেন। তাঁরা দেশি–বিদেশি বিভিন্ন জাহাজে সুনামের সঙ্গে কাজ করছেন। শুধু তা–ই নয়, মেরিন পেশাজীবীদের মাধ্যমে দেশে বছরে রাজস্ব আসে তিন হাজার কোটি টাকার ওপরে।

ওই সূত্র আরো জানায়, মেরিন একাডেমির প্রশিক্ষণমান আন্তর্জাতিক মানের হওয়ায় ২০১৯ খ্রিষ্টাব্দে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আন্তর্জাতিক স্বীকৃতিও লাভ করে। বিএসএমআর মেরিটাইম ইউনিভার্সিটির অধিভুক্ত হওয়ার পর ২০১৩ খ্রিষ্টাব্দ থেকে বাংলাদেশ মেরিন একাডেমির নটিক্যাল ও ইঞ্জিনিয়ারিং বিভাগে চার বছর মেয়াদি ব্যাচেলর অব মেরিটাইম সায়েন্স সম্মান কোর্স চালু করা হয় এবং ব্যাচগুলোর কোর্স সম্পন্ন করা হয়।

জনপ্রিয়