ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ , ১০ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

গণহ*ত্যার সঙ্গে জড়িতদের বিএনপিতে নেয়া হবে না: মির্জা ফখরুল

জাতীয়

আমাদের বার্তা, ঠাকুরগাঁও

প্রকাশিত: ১৪:০০, ২৪ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

গণহ*ত্যার সঙ্গে জড়িতদের বিএনপিতে নেয়া হবে না: মির্জা ফখরুল

যারা সন্ত্রাস ও গণহত্যা ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, তাদের কাউকে বিএনপিতে নেয়া হবে না বলে জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে বিএনপি মহাসচিবের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

সারাদেশে বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতারা বিএনপিতে যোগদান করছেন। এ বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এটা আমার জানা নেই। তবে আমাদের চেয়ারম্যান সাহেবের (তারেক রহমান) নির্দেশ আছে, যারা গণহত্যার সঙ্গে জড়িত হয়েছিল, তাদের কাউকে বিএনপিতে নেয়া হবে না।

সাংবাদিকরা দেশে দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তোরণের উপায় জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, এ জন্য গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে। জনগণের শাসনকে স্থাপিত করতে হবে। জনগণের যে নির্বাচিত পার্লামেন্ট, সেই পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে। অন্য কোনো উপায় আছে বলে আমার জানা নেই।

এসময় তিনি ৬০০ দুস্থ্য ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। মোট ২ হাজার কম্বল বিতরণ করবে জেলা বিএনপি। 

মির্জা ফখরুল আরো বলেন, শীতের মৌসুমে দুুস্থ্যদের জন্য সরকার কোন শীত বস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেনি। তাই আমরা নিজেরই শীত বস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু।

জনপ্রিয়