ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ , ১০ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

পিকে হালদারের ৫ সহযোগীর ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৫, ২৪ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

পিকে হালদারের ৫ সহযোগীর ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ

আলোচিত প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারের স্বার্থ-সংশ্লিষ্ট  ৫ ব্যক্তির ব্যাংকের হিসাব ফ্রিজের (অবরুদ্ধ) আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. ইব্রাহিম মিয়া দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

ব্যাংকের হিসাব ফ্রিজকৃত ব্যক্তিরা হলেন— অমল কৃষ্ণ দাস, মো. সিদ্দিকুর রহমান, মাহফুজা রহমান বেবী, ইনসান আলী শেখ ও হাফিজা রহমান। 

দুর্নীতি দমন কমিশন-দুদকের উপপরিচালক সালাউদ্দিন তাদের ব্যাংক হিসাব ফ্রিজের আবেদন করেন। দুদকের পক্ষে প্রসিকিউটর মীর আহাম্মদ আলী সালাম শুনানি করেন। শুনানি শেষে আদালত এই আবেদন মঞ্জুর করেন।

আবেদনে বলা হয়, রিলায়েন্স ফাইন্যান্স ও সংশ্লিষ্ট অন্যদের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ওই প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ সংক্রান্ত অভিযোগ দুর্নীতি দমন কমিশনে অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগকারীরা অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত মর্মে প্রাথমিক অনুসন্ধানকালে প্রতীয়মান হয়।  ইন্টারন্যাশনাল লিজিং ও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিডেট কর্তৃক ‘সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লি.’ এবং ‘সিমটেক্স টেক্সটাইল লিমিটেডের নামে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে ১২১.৩০ কোটি টাকা ঋণ মঞ্জুর করে অর্থ আত্মসাৎ ও মানিলন্ডারিং করা হয়েছে। উল্লিখিত ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাবগুলো দ্রুত ফ্রিজ (অবরুদ্ধ) করা না হলে পরবর্তীকালে উল্লিখিত হিসাবে জমাকৃত অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না।

দুদকের পক্ষে প্রসিকিউটর মীর আহাম্মদ আলী সালাম এ তথ্য নিশ্চিত করেন।

জনপ্রিয়