ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১২ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সচিবালয়ে আগু*ন নেভাতে গিয়ে ফায়ার ফাইটারের মৃ*ত্যু

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৯:১২, ২৬ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১১:৪৩, ২৬ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

সচিবালয়ে আগু*ন নেভাতে গিয়ে ফায়ার ফাইটারের মৃ*ত্যু

সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন নেভানোর কাজ করতে গিয়ে মো. সোহানুর জামান নয়ন নামে সার্ভিসের এক সদস্য ট্রাকচাপায় নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের একজন সদস্য পানির পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরেক ফায়ার কর্মী পা কেটে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তবে তার অবস্থা গুরুতর নয়।

তিনি আরো জানান, নিহত ফায়ার ফাইটারের নাম সোহানুজ্জামান নয়ন। তিনি তেজগাঁও ফায়ার টিমের স্পেশাল ব্রাঞ্চের সদস্য। দুই বছর যাবত ফায়ার সার্ভিসে কর্মরত রয়েছেন। নয়নের বাড়ি রংপুরের মিঠাপুকুরে। সেখান থেকে মরদেহ বুঝে নিতে রওনা দিয়েছেন তার পরিবারের সদস্যরা।

এদিকে, এই ফায়ার সার্ভিস কর্মীকে চাপা দিয়ে পালিয়ে যাওয়া অভিযুক্ত ট্রাকচালককে শিক্ষার্থীরা আটক করেছে বলে জানা গেছে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে তাকে হস্তান্তর করা হয়।

জনপ্রিয়