বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, আবহমান কাল থেকে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বিভিন্ন ধর্মের মানুষ এখানে মিলেমিশে বসবাস করে। এমন একটি দেশ দুনিয়ায় কমই আছে। এমন একটি দেশকে বিগত দিনে যারা শাসন করেছে, একটানা সাড়ে ১৫ বছর, তারা মনের মতো করে সাজাতে পারেননি। তারা দেশকে না সাজিয়ে নিজেদের সাজিয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৭টায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কের আঠারো মাইল বাজারে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডুমুরিয়া উপজেলা জামায়াতের উদ্যোগে এই পথসভা অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগকে উদ্দেশ্য করে শফিকুর রহমান বলেন, যারা গণহত্যা করেছে, গদিতে থাকার জন্য দেশের মানুষের কেনা অস্ত্র দিয়ে দেশের মানুষের বুকে গুলি ছুড়েছে, তারা কি এ দেশে রাজনীতি করার অধিকার রাখে? স্বৈরাচার পালিয়ে গেলেও শান্তি দিতে চাচ্ছে না। এই সমাজ ও দেশকে অস্থির করার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
শফিকুর রহমান আরো বলেন, ‘আমরা এ দেশকে ভালোবাসি, এ দেশ গড়তে চাই। এমন একটি সমাজ ও রাষ্ট্র গঠন করতে চাই, যেখানে দুর্নীতিবাজ ও দখলদারদের অস্তিত্ব থাকবে না। যে সমাজে আমাদের মা–বোনেরা ইজ্জতের সঙ্গে গৃহে ও বাইরে সব জায়গায় চলতে পারবে। যেই সমাজে যোগ্যতা অনুযায়ী যুবকেরা কাজ করতে চায়। সেই সমাজ আমরা হাতে হাত রেখে গড়ে তুলব। এমন একটি সমাজ আমরা বাংলাদেশে কায়েম করতে চাই, যেন ন্যায়বিচার পাওয়ার জন্য আদালতের দরজায় গিয়ে মানুষকে কাঁদতে না হয়। বরং আদালত দায়িত্ব নিয়ে মানুষকে ন্যায়বিচার পাইয়ে দেবে। সেই সমাজ গড়তে চাই। মানুষের মুক্তি অর্জন না হওয়া পর্যন্ত সাম্যের দিক থেকে, ন্যায়বিচারের দিক থেকে একটি দেশ ও জাতি গঠন না পাওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে।’
ন্যায়সংগত কাজে সবাইকে পাশে থাকতে ও সমর্থন দেয়ার আহ্বান জানান তিনি।