ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১২ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সচিবালয়ে অ*গ্নিকাণ্ড: উচ্চ পর্যায়ের কমিটি গঠন, ৩ দিনে প্রাথমিক প্রতিবেদন

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৯, ২৬ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২০:১৩, ২৬ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

সচিবালয়ে অ*গ্নিকাণ্ড: উচ্চ পর্যায়ের কমিটি গঠন, ৩ দিনে প্রাথমিক প্রতিবেদন

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার কারণ ও উৎস খুঁজে বের করতে জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছে সরকার। এই কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ কথা জানান।

এর আগে উপদেষ্টা পরিষদের এক জরুরি বৈঠকে অগ্নিকাণ্ডের ঘটনার প্রকৃত কারণ নিরূপণে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ ও উৎস জানতে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি তদন্ত করে আগামী তিনদিনের মধ্যে রিপোর্ট দেবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এই কমিটিতে সভাপতি হিসেবে থাকবেন। ফায়ার ফাইটার নয়নের জন্য উপদেষ্টা পরিষদে শোক প্রস্তাব করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আগুনে পাঁচটি মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে। এর মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নথির ডিজিটাল রেকর্ড থাকায় তা পুনরুদ্ধার করা সম্ভব। তবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের রেকর্ড অ্যানালগ ছিল। মন্ত্রণালয়ের কার্যক্রম চলমান রাখতে সরকারের অন্যান্য দফতরে স্থানান্তর করে অস্থায়ীভাবে কাজ চালানোর চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

এ সময় অগ্নিকাণ্ড নিয়ে নিজের দেয়া ফেসবুক স্ট্যাটাস প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় সরকার বিভাগে দায়িত্ব গ্রহণের পর পিরোজপুর জেলায় প্রকল্প বরাদ্দের অর্থ লোপাটের প্রাথমিক প্রমাণ পেয়েছিলাম। এতে সাবেক মুখ্য সচিবের সংশ্লিষ্টতার প্রমাণও পাওয়া গিয়েছিল। পুনরুদ্ধার করে এ নিয়ে তদন্ত চালিয়ে যেতে পারব।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

জনপ্রিয়