ঢাকা রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪ , ১৪ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সাদপন্থী শীর্ষ নেতা জিয়া বিন কাসেম গ্রেফতার

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪২, ২৮ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

সাদপন্থী শীর্ষ নেতা জিয়া বিন কাসেম গ্রেফতার

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ-হতাহতের ঘটনায় মাওলানা সাদ পন্থী নেতা জিয়া বিন কাসেমকে গ্রেফতার করা হয়েছে। 

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম ডবলমুরিং থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

এ তথ্য নিশ্চিত করেছেন তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। 

তিনি জানান, সা’দপন্থী কর্তৃক টঙ্গীতে হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড জিয়া বিন কাসিমকে চট্টগ্রাম ডবলমুরিং এলাকা থেকে সকালে গ্রেফতার করা হয়েছে।

এর আগে গত ১৯ ডিসেম্বর রাতে রাজধানীর উত্তরা থেকে একই মামলার ৫ নম্বর আসামি মুয়াজ বিন নূরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার জিয়া বিন কাসেম ওই মামলার ৬ নম্বর আসামি।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, ‘চট্টগ্রাম ডবলমুরিং থানা ও আমাদের থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে জিয়া বিন কাসেমকে গ্রেফতার করেছে। তাঁকে চট্টগ্রাম থেকে টঙ্গী পশ্চিম থানায় নিয়ে আসা হচ্ছে।’

জনপ্রিয়