ঢাকা বুধবার, ০১ জানুয়ারি ২০২৫ , ১৭ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

শহীদের রক্তে লিখিত সংবিধান বাতিলের চেষ্টা দুঃখজনক: মির্জা আব্বাস

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৬, ২৯ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

শহীদের রক্তে লিখিত সংবিধান বাতিলের চেষ্টা দুঃখজনক: মির্জা আব্বাস

সংবিধান বাতিলের চেষ্টা দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, সংবিধান বাতিল নয়, সংশোধন করা যেতে পারে।

আজ রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মির্জা আব্বাস।

মির্জা আব্বাস বলেন, ‘শহীদের রক্তের ওপর দিয়ে লেখা সংবিধানকে বাতিল করার চেষ্টা দুঃখজনক। সংবিধান বাতিল নয়, সংশোধন করা যেতে পারে।’

এরআগে, আজ রোববার সকালে এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ঘোষণা দেয়, আগামী ৩১ ডিসেম্বর ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ দেবে। ওই দিন ৭২-এর ‘মুজিববাদী সংবিধানকে’ কবর দেওয়া হবে।

সম্প্রতি সচিবালয়ে লাগা আগুন নিয়ে রিজভী সাংবাদিকদের বলেন, ‘সচিবালয়ে আগুনের ঘটনা দুর্ঘটনা নয়।’ রিজভী দাবি করেন, ‘আগুনে ঘটনায় ইন্ধন দেওয়া হয়েছে সচিবালয় থেকেই।’

জনপ্রিয়