ঢাকা বুধবার, ০১ জানুয়ারি ২০২৫ , ১৭ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সচিবালয়ে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা কাল

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১৮, ২৯ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

সচিবালয়ে  প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা কাল

প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে আগুনের প্রাথমিক তদন্ত প্রতিবেদন আগামীকাল সোমবার জমা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।

রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

তিনি বলেন, সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি আগামীকাল সোমবার প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক প্রতিবেদন জমা দেবেন। তদন্তকাজ চলমান আছে।

তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে কি না সাংবাদিকরা জানতে চাইলে আজাদ মজুমদার বলেন, এটা প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে। প্রকাশ করার বিষয়ে তিনিই সিদ্ধান্ত নেবেন।

তিনি বলেন, তদন্তদল অগ্নিকাণ্ডের বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। এর মধ্যে বেশ কিছু আলামত দেশে পরীক্ষা-নিরীক্ষা চলছে। প্রয়োজন হলে বিদেশেও কিছু আলামত পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

অগ্নিকাণ্ড ইস্যুতে সচিবালয়ে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়নি জানিয়ে ডেপুটি প্রেস সেক্রেটারি বলেন, তদন্তের স্বার্থে প্রবেশ সীমিত করা হয়েছে।

তিনি বলেন, আগামীকাল (সোমবার) থেকে সাংবাদিকরা অস্থায়ী পাসের ভিত্তিতে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন। প্রাথমিকভাবে ১৬০ জন সাংবাদিক ও টেলিভিশনের ৪০ জন ভিজিটরকে অস্থায়ী পাস দেওয়া হবে।

জনপ্রিয়