ঢাকা বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫ , ১৮ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দিলেন মাইকেল চাকমা

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৪, ৩০ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দিলেন মাইকেল চাকমা

শেখ হাসিনাকে প্রধান আসামি করে নয়জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের লিখিত অভিযোগ জমা দিয়েছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা মাইকেল চাকমা।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে ট্রাইব্যুনালে এ অভিযোগ জমা দেন তিনি।

গুমের সময় যে গামছা দিয়ে হাত বাঁধা হয়েছিল সেটিও ট্রাইব্যুনালে দাখিল করেন এই ইউপিডিএফ নেতা। এর আগে, গত ১৮ ডিসেম্বর ট্রাইব্যুনালে মৌখিক অভিযোগ দায়ের করেন মাইকেল চাকমা।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেয়ায় তাকে গুম করা হয়েছিল বলে দাবি মাইকেল চাকমার। তার অভিযোগ, ২০১৯ খ্রিষ্টাব্দের ৯ এপ্রিল রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে ৫ বছর ৪ মাস কয়েক জায়গায় গুম করে রাখা হয় তাঁকে।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দুদিন পর ৭ আগস্ট ভোরে চট্টগ্রামের একটি স্থানে তাকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেয়া হয়।

জনপ্রিয়