ঢাকা বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫ , ১৮ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

শহীদ মিনারে কর্মসূচি, ডিএমপির ট্রাফিক নির্দেশনা

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩১, ৩০ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১১:০৮, ৩১ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

শহীদ মিনারে কর্মসূচি, ডিএমপির ট্রাফিক নির্দেশনা

কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গলবার সমবেত হয়ে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শহীদ মিনার কেন্দ্রিক অনুষ্ঠান উপলক্ষে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

সোমবার (৩০ ডিসেম্বর)  রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা দেয়া হয়। 

এতে বলা হয়, জাতীয় শহীদ মিনার কেন্দ্রিক অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে আগত যানবাহনকে নিম্ন বর্ণিত ট্রাফিক নির্দেশনা মেনে চলার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হলো:

গাবতলী হয়ে ঢাকা মহানগরে প্রবেশ হওয়া যানবাহনসমূহ মানিক মিয়া অ্যাভিনিউ ও আগারগাঁও এলাকার পুরাতন বাণিজ্য মেলা মাঠে পার্কিং করবে।

সায়েদাবাদ ও যাত্রাবাড়ী প্রবেশ পথ দিয়ে আগত যানবাহনসমূহ ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় পার্কিং করবে।

আব্দুল্লাহপুর হয়ে প্রবেশ করা যানবাহনসমূহ ৩০০ ফিট এলাকায় পার্কিং করবে।

এ বিষয়ে ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, ঢাকা মহানগর এলাকা যানজট মুক্ত রাখতে ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে উক্ত অনুষ্ঠানে আগত সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

জনপ্রিয়