ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫ , ২০ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ট্রাইব্যুনালে আরো ৪ প্রসিকিউটর নিয়োগ

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৪, ১ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

ট্রাইব্যুনালে আরো ৪ প্রসিকিউটর নিয়োগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশন টিমে দায়িত্ব পালনের জন্য আরো চার প্রসিকিউটর নিয়োগ দেয়া হয়েছে। বুধবার (১ জানুয়ারি) আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রঞ্জাপন জারি করে।

নিয়োগ পাওয়া প্রসিকিউটররা হলেন: মো. আব্দুস সোবহান তরফদার (অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার), মো. সহিদুল ইসলাম সরদার ও ফারুক আহাম্মদ (ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার) এবং মো. হাসানুল বান্না (সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার)।

এর আগে গত ৫ সেপ্টেম্বর চিফ প্রসিকিউটরসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চারজন প্রসিকিউটর নিয়োগ করা হয়। চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম, যিনি একই ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতাদের আইনজীবী ছিলেন। পরে আরো কয়েকজনকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়া হয়।

এছাড়া ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ দেয়া হয় লন্ডনভিত্তিক গার্নিকা ৩৭ ল’ ফার্মের যুগ্ম প্রধান টবি ক্যাডম্যানকে।

জনপ্রিয়