ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫ , ২১ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

খসড়া ভোটার তালিকা প্রকাশ, নতুন ভোটার ১৮ লাখ ৩৩ হাজার 

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৩, ২ জানুয়ারি ২০২৫

আপডেট: ১১:৩১, ২ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

খসড়া ভোটার তালিকা প্রকাশ, নতুন ভোটার ১৮ লাখ ৩৩ হাজার 

দেশের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তালিকা অনুযায়ী দেশের মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন। নতুন ভোটার ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এই তালিকা প্রকাশ করা হয়।

নির্বাচন কমিশন জানায়, আগামী ২০ জানুয়ারি থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে। ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন। এ বছর ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন ভোটার বেড়েছে। ভোটার বৃদ্ধির হার ১ দশমিক ৫ শতাংশ। 

কমিশন জানিয়েছে, দেশে পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ১০৩ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৫২ হাজার ৪১৫ জন। হিজড়া ভোটার রয়েছেন ৯৯৪ জন।

কমিশন থেকে বলা হয়েছে, আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। বাড়ি বাড়ি গিয়ে বাদ পড়াদের তথ্য সংগ্রহ ২০ জানুয়ারি থেকে শুরু হবে।

জনপ্রিয়