ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫ , ২১ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

অ্যাটর্নি জেনারেলের সঙ্গে মেজর সিনহার পরিবারের সাক্ষাৎ

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৬, ২ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

অ্যাটর্নি জেনারেলের সঙ্গে মেজর সিনহার পরিবারের সাক্ষাৎ

নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের মা নাসিমা আক্তার অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। 

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল অফিসে সাক্ষাৎ করেন তিনি।

এ সময় তার সঙ্গে মেজর সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসসহ আরো কয়েকজন উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

তারা বলেন, এতদিনেও চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের বিচার কাজ শেষ না হওয়া ও আসামিদের সাজা কার্যকর না হওয়া দুঃখজনক। তবে আশা করা যাচ্ছে, দ্রুতই হাইকোর্টে আপিল শুনানি শুরু হবে।

উল্লেখ্য, ২০২০ খ্রিষ্টাব্দের ৩১ জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে গুলি করে হত্যা করা হয়। পরে ২০২২ খ্রিষ্টাব্দের ৩১ জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত এ মামলায় দুজনের মৃত্যুদণ্ড ও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

জনপ্রিয়