দেশজুড়ে বঙ্গবন্ধুর অপ্রয়োজনীয় ভাস্কর্য নির্মাণ ও মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পের প্রকল্পে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংস্থাটির মহাপরিচালক মো আক্তার হোসেন নিশ্চিত করেছেন।
আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, “কয়েক হাজার কোটি টাকা ব্যয়ে দেশজুড়ে বঙ্গবন্ধুর অপ্রয়োজনীয় ভাস্কর্য ও ম্যুরাল করে সরকারি অর্থ অপচয় ও তছরুপের অভিযোগটি অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।”
আওয়ামী লীগ সরকারের আমলে শেখ মুজিবুর রহমানের স্মরণে দেশের বিভিন্ন এলাকায় ‘মুজিব কিল্লা’ নির্মাণ, সংস্কার ও উন্নয়নের নামে ‘দুর্নীতির’ অভিযোগও অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।
কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, “দেশজুড়ে মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক, সংশ্লিষ্ট ঠিকাদার ও অন্যান্যদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা তছরুপ, অতিরিক্ত বিল দেওয়া, গভীর নলকূপের দুই-তৃতীয়াংশ বিকল ও বিভিন্ন অনিয়মের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে।”