ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫ , ২১ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সাংবাদিক মুন্নী সাহা ও স্বামীর সম্পদের অনুসন্ধানে দুদক

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২০, ২ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

সাংবাদিক মুন্নী সাহা ও স্বামীর সম্পদের অনুসন্ধানে দুদক

সাংবাদিক মুন্নী সাহা এবং তার স্বামী কবির হোসেন তাপসের বিরুদ্ধে ‘জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের’ অভিযোগ খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন- দুদক।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ কথা জানান।

দুদক জানায়, মুন্নি সাহা ও তার স্বামী এম এস প্রমোশনালের স্বত্বাধিকারী কবির হোসেন তাপসের বিরুদ্ধে নিজের ব্যাংক হিসাবে ১৩৪ কোটি টাকা লেনদেন, বর্তমান স্তিতি ১৪ কোটি টাকা ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ৩০ নভেম্বর জনতার তোপের মুখে পড়েন সিনিয়র সাংবাদিক মুন্নী সাহা। পরে তাকে ওইদিন দিবাগত রাত আড়াইটার দিকে একটি মাইক্রোবাসে করে তাকে বাসায় পৌঁছে দেয় ডিবি।

বর্তমানে মুন্নী সাহা ‘এক টাকার খবর’ নামের একটি অনলাইন পোর্টালের সম্পাদক। ৫ আগস্টের পর হত্যাসহ রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা হয়েছে তার বিরুদ্ধে।
 

জনপ্রিয়