ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫ , ২২ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

শহীদদের নিয়ে বিতর্ক থাকবে না: উপদেষ্টা আদিলুর

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৩, ৩ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

শহীদদের নিয়ে বিতর্ক থাকবে না: উপদেষ্টা আদিলুর

গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘শহীদদের নিয়ে কোনো বিতর্ক থাকবে না। শহীদরা শহীদ। তাদের তালিকা দেয়া থাকবে। শহীদদের সম্মান দেওয়া সবার দায়িত্ব।’ 

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকায় আজ শুক্রবার দুপুরে জুলাই স্মৃতি উদ্যান উদ্বোধন শেষে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আগামী দিনের প্রজন্ম যেন এ উদ্যানে এসে বা উড়াল সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় শহীদদের কথা মনে রাখতে পারেন, তাদের ত্যাগের কথা মনে রাখতে পারেন, সেই জন্যই মূলত উড়াল সেতু ও জাতিসংঘ পার্কের উদ্বোধন।’

এ সময় উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশে যেন আর কখনোই ফ্যাসিবাদ ফেরত আসতে না পারে।’

চট্টগ্রাম নগরীর এই পার্কটি একসময় জাতিসংঘ পার্ক নামে পরিচিত ছিল। এটিকে বর্তমানে নান্দনিকভাবে সাজানো হয়েছে। যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করতে চসিক, সিডিও, জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন উপদেষ্টা।

জনপ্রিয়