ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫ , ২৩ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

প্রায় ৩০ মিনিট বন্ধ ছিলো মেট্রোরেল

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৭, ৫ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৪:১০, ৫ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

প্রায় ৩০ মিনিট বন্ধ ছিলো মেট্রোরেল

সপ্তাহের প্রথম কর্মদিবসে প্রায় ৩০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। এতে অফিসগামী যাত্রীরা বেশি ভোগান্তিতে পড়েন। রোববার (৫ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়।

হঠাৎ মেট্রোরেল চলাচল বন্ধ হওয়ায় অনেকেই ফেসবুক স্ট্যাটাস দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। মিলন নামে একজন লিখেছেন, ১৫ মিনিট ধরে মেট্রোরেল চলছে না। সপ্তাহের প্রথম কর্মদিবসে এমন হলে কিভাবে কী?

মেশকাত নামে আরেকজন লিখেছেন, মিরপুর-১১ তে ১৫ মিনিট দাঁড়িয়ে আছি। কোনো ট্রেন আসছে না। সবার অফিস আছে, এমন সমস্যা কাম্য নয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ বলেন, ট্রেনের গেটে টেকনিক্যাল সমস্যার কারণে দরজা বন্ধ হচ্ছিল না। এতে প্রায় ২৬ মিনিটের মতো মেট্রোরেল চলাচল বিঘ্নিত হয়।

এ ঘটনায় যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ।

এ বিষয়ে ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইন্টেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ বলেন, স্টেশনে ট্রেন থেকে বের হওয়ার সময় গেটে যাত্রী আটকে যাওয়া ঘটনায় গেটের অটোমেটিক সিস্টেম অচল হয়ে পড়ে। তবে এখন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সঠিক সময়েই চলাচল করছে। 

জনপ্রিয়